খোঁজ খবরঃ নিউ ইয়র্ক শহরে অভিবাসী নারীর জীবননামা

আপনি কি একজন ১৮ অথবা তদুর্ধবয়সী নারী, যিনি দক্ষিণ এশিয়ার কোন দেশ থেকে নিউ ইয়র্ক শহরে অভিবাসন করেছেন??

যদি তাই হয়ে থাকে তবে আপনি অভিবাসী নারী এবং তাদের পরিবারের সদস্যদের জীবনে করোনা মহামারী-এর প্রভাব সংক্রান্ত এই গবেষণায় অংশগ্রহণ করতে পারেন। এই গবেষনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি নিচের অংশে পাবেন। আপনি এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন কি না তা নির্ণয় করতে এই লিংকে ক্লিক করুন

pandemic journal logo - pjp_Logo_Draft2_v9
IWJ Bangla

আমি কিভাবে শুরু করব?

প্রথমে আপনাকে এই গবষনায় অংশগ্রহণ সংক্রান্ত কিছু প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে হবে, এই লিংকে আপনি প্রশ্নগুলো পাবেন। আপনি যদি এই গবেষনায় অংশগ্রহণের শর্তগুলো পূরণ করেন তাহলে আপনাকে সরাসরি গবেষণা্র তথ্য সংক্রান্ত পেজে নিয়ে যাওয়া হবে। সব কিছু জানার পরে আপনি যদি এই গবেষনায় অংশগ্রহণে রাজি থাকেন তাহলে আপনাকে কিছু জরিপ প্রশ্নের উত্তর দেবার জন্য আমন্ত্রণ জানানো হবে এবং ডাইরি লেখার প্রশ্ন গুলো দেয়া হবে।

আপনি এখানে ক্লিক করে কিভাবে এই গবেষনায় অংশগ্রহণ যোগ্যতা যাচাই করতে হয় এবং ডাইরি লেখার প্রক্রিয়া শুরু করতে হয় তা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবেন।


এই গবেষণায় কি কেউ আপনার নাম জানতে পারবে?

    না, এই গবেষণার কোন অংশেই আমরা আপনার নাম জানতে চাইবো না। আমরা শুধুমাত্র আপনার মোবাইল নম্বর অথবা ই-মেইল ঠিকানা জানতে চাইব প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর ডাইরি লেখার আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কখনোই আপনাকে ফোন করব না। আপনার ই-মেইল ঠিকানা অথবা ফোন নম্বর কখনোই কাউকে দেয়া হবে না অথবা এই গবেষণা ব্যতিত অন্য কোন কাজে ব্যবহার করা হবে না।

    প্রথম জরিপ সম্পন্ন করার পর, আমি কিভাবে ডাইরি লেখা চালিয়ে যাব?

    প্রথম জরিপ সম্পন্ন করার পর, প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর, ছয় মাস পর্যন্ত, ই-মেইলে অথবা মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে আপনাকে পরবর্তী ডাইরি লেখার জন্য আমন্ত্রণ জানানো হবে। এই  এসএমএস অথবা ই-মেইলে উক্ত সপ্তাহের ডাইরি লেখার লিংক থাকবে। আপনি চাইলি সময় নিয়ে ডাইরি লিখতে পারবেন। উক্ত লিংক সেভ করে রেখে দিলে আপনি বার বার ফেরত এসে অল্প অল্প করে লিখতে পারবেন।

     

    কি হবে যদি লিংক পাবার পরে আমার ডাইরি লেখার কোন সময় না থাকে?

    আমরা লিংক পাঠানোর সাথে সাথেই আপনি ডাইরি লেখা শুরু করতে পারেন অথব পরবর্তী ডাইরি লেখার আমন্ত্রণ আসার পূর্ব পর্যন্ত আপনি লিখতে পারবেন। আপনি স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিতে পারবেন। এই লিংক মুছে যাবে না, সেভ করে রেখে দিলে আপনি বার বার ফিরে আসতে পারবেন। সময় নিয়ে আপনি ডাইরি লিখতে পারবেন, ডাইরি লেখার জন্য কোন অতিরিক্ত চাপ নিতে হবে না।

    এই গবেষণায় অংশগ্রহণের জন্য আমি কি টাকা পাবো?

    হ্যাঁ, প্রতি সপ্তাহে ডাইরি লেখা এবং এই গবেষণার বিভিন্ন ধাপে অংশগ্রহণের জন্য আপনি সর্বমোট ২০০ ডলারের অনলাইন গিফট কার্ড পেতে পারেন। তবে এই গিফট কার্ড আপনি সাথে সাথে পাবেন না। প্রতি মাসের শেষে ই-মেইল অথবা এসএমএস-এর মাধ্যমে আপনাকে গিফট কার্ড পাঠানো হবে।

    নিম্নক্ত হারে গিফট কার্ডগুলো দেয়া হবেঃ 

    • ডাইরি লেখার জন্য ১০ ডলার 
    • ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য ৩০ ডলার 
    • দলগত সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য ৩০ ডলার
    • গবেষণার সকল ধাপে অংশগ্রহণ করলে অতিরক্ত ২০ ডলার

    আমি কিভাবে অডিও রেকোর্ড আপলোড করব?

    আপনি লেখা, অডিও রেকোর্ড, ছবি অথবা এই সব কিছুর সংমিশ্রণে আপনার ডাইরি আপলোড করতে পারবেন। অডিও রেকোর্ড আপলোড করার প্রক্রিয়া জানতে এই ভিডিওটি দেখতে পারেন

    আমরা যদি কোন প্রশ্ন থাকে অথবা কোন সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি কার সাহায্য নিতে পারি?

    আপনি আমাদের ই-মেইল করতে পারেন pjpwomen.nyc@gmail.com এই ঠিকানায় অথবা 508-851-9288 নম্বরে এসএমএস অথবা ভয়েস রেকোর্ড পাঠাতে পারেন।